৬ কোটি রুপির আংটি দিয়ে বিয়ের প্রস্তাব !!!


আগেই শোনা গেছে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন গজনি সিনেমা খ্যাত বলিউড অভিনেত্রী অসিন। মাইক্রোম্যাক্সের কর্ণধার রাহুল শর্মাকে বিয়ে করছেন এ অভিনেত্রী। জানা গেছে এক বছর আগে ৬ কোটি রুপি মূল্যের হীরের আংটি উপহার দিয়ে অসিনকে বিয়ের প্রস্তাব দেন রাহুল।


পারিবারিকভাবে এখনো বিয়ের বাগদান সম্পূর্ণ করেননি অসিন-রাহুল জুটি। তবে এক বছর আগে অসিনকে চমকে দেওয়ার চিন্তা করেছিলেন রাহুল। তাই পশ্চিমা রীতিতে হাঁটুতে ভর দিয়ে হীরের আংটি দিয়ে অসিনকে প্রস্তাব দেন রাহুল। ২০ ক্যারেটের একটি আংটি নিজের ডিজাইনার বন্ধুকে দিয়ে নকশা করিয়ে বেলজিয়াম থেকে তৈরি করে নিয়ে আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানান, আংটির বর্তমান মূল্য ৬ কোটি রুপি। এটির ওপরের দিকে ‘এআর’(অসিনের নামের ইংরেজি অদ্যক্ষর ‘এ’ এবং রাহুলের নামের ইংরেজি অদ্যক্ষর ‘আর’) নকশা করা আছে। রাহুল এবং অসিনের পরিবার এখন অপেক্ষা করছেন কবে অসিন তার কাজ থেকে অবসর নেবেন এবং তারপরই বিয়ের শুরু হবে আনুষ্ঠানিকতা।

গত এক বছর ধরে মাইক্রোম্যাক্সের প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে ডেটিং করছেন অভিনেত্রী অসিন।
অসিনের পুরো নাম অসিন থত্তুমকাল। তিনি ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন।এই অভিনেত্রী আটটি ভাষায় কথা বলতে পারেন। আমির খানের বিপরীতে গজিনী সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক অসিনের। বলিউডে তার উল্লেখযোগ্য সিনেমাগুলো হল গজিনী, রেডি, লন্ডন ড্রিমস, হাউজফুল টু, বোল বচ্চন ইত্যাদি।

1 Response to "৬ কোটি রুপির আংটি দিয়ে বিয়ের প্রস্তাব !!!"

  1. I wanted to thank you for this fantastic read!! I absolutely enjoyed every little bit of it. I have got you book marked to look at new things you post… gmail.com login

    ReplyDelete

Popular Posts

Popular Posts